দক্ষিণাঞ্চলের বিভিন্ন নৌপথে প্রচন্ড নাব্যতা সংকট।
ঢাকা-বরিশাল নৌরুটসহ দণিাঞ্চলের বিভিন্ন নৌপথে প্রচন্ড নাব্যতা সংকট দেখা দিয়েছে। এই সংকট উত্তরণের জন্য বিআইডবিউটিএ চেয়ারম্যানের নির্দেশে বরিশাল লঞ্চঘাট এলাকায় ড্রেজার আনা হয়েছে। খনন কাজ শুরু করেছে ড্রেজিং বিভাগ। কিন্তু খননকৃত বালু ফেলার নির্দিষ্ট স্থান না পেয়ে নদীর বালু নদীতেই ফেলছে ড্রেজিং বিভাগ। এদিকে বালু নদীতে ফেলায় উদ্বিগ্ন প্রকাশ করেছেন নৌযান মালিকরা।
0 Comment