ডায়নোসর নিয়ে নতুন চলচ্চিত্র “জুরাসিক ওয়ার্ল্ড” মুক্তি পাবার প্রথম সপ্তাহেই রেকর্ড গড়েছে। মুক্তি পাবার প্রথম সপ্তাহেই চলচ্চিত্রটি রেকর্ড গড়েছে। এখন পর্যন্ত এটি ৫১১ মিলিয়ন ডলারের ব্যবসা করেছে। যা এর আগে কখনও হয়নি।

ছবিটি বিশ্বের ৬৬টি দেশে মুক্তি পেয়েছে এবং সবখানেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে।

যার কথা না বললেই নয়, ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ক্রিস প্যাট, যিনি ডায়নোসরের প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন জুরাসিক ওয়ার্ল্ড পার্কে।

উল্লেখ্য, চলচ্চিত্রটিতে পরিচালক হিসেবে ছিলেন কলিন ট্রেভোরো, আর সহকারী প্রযোজক ছিলেন স্টিভেন স্পিলবার্গ।

-বিবিসি বাংলা