আটবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ‘কোপা আমেরিকায়’ নিজেদের শুভ সূচনা করলেন। শুরুতেই পেরুর স্ট্রাইকার ক্রিস্টিয়ান কুয়েভোর এর গোলে এগিয়ে যায় তারা। গোলবঞ্চিত ব্রাজিলকে অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সমতায় ফিরতে। ব্রাজিলের খেলোয়াড় দানি আলভেসের ক্রসে নেইমার দারুণ এক হেড করে গোল করেন এবং দলকে সমতায় ফিরিয়ে আনেন।

ব্রাজিলের খেলোয়াড়রা বারবার পেরুর রক্ষণে করতে লাগলো। শেষমেশ দানেতস্কের ডগলাস কস্তার গোলে ব্রাজিল দল এগিয়ে যায় এবং ফলাফল দাঁড়ায় ২-১ গোলে। তবে দ্বিতীয় গোলটির ‘অ্যাসিস্ট’ কিন্তু ওই নেইমারেরই

সূত্র: এএফপি।