সূচকের পতনে চলছে দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন। সূচকের সঙ্গে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার পরিমাণে লেনদেনও আগের কার্যদিবস থেকে রয়েছে শ্লথ গতিতে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের পতনে শুরু হয়েছে লেনদেন।

দুপুর বারোটায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৬১৩ পয়েন্টে। এ সময় ডিএসইতে মোট ২৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৯টির, কমেছে ১৯১টির আর অপরিবর্তিত রয়েছে ৪৪টির। এ সময় ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১২৭ কোটি ৫০ লাখ টাকার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দুপুর বারোটায় সিএসসিএক্স ৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৫৬২ পয়েন্টে। এ সময় সিএসইতে মোট ১৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ১২২টির আর অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ার দর। এ সময় সিএসইতে মোট লেনদেন হয়েছে ১০ কোটি ৪০ লাখ টাকার