যুক্তরাজ্যকে বাংলাদেশে আরো বিনিয়োগের আহ্বান জানিয়েছে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তিনি বলেছেন, যুক্তরাজ্য বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। তিনি ওই দেশটি থেকে আরো আর্থসামাজিক সহযোগিতা কামনা করেন।

সোমবার যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী হুগো সয়্যার সঙ্গে সাক্ষাৎকালে জাতীয় সংসদের স্পীকার এবং সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী এই আহ্বান জানান।

সংসদ সচিবালয়ের জনসংযোগ পরিচালক মঞ্জুর আহমেদ সোমবার রাতে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন।

এ সময় তারা দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এছাড়া তারা দ্বি-পাক্ষিক সম্পর্ক আরো বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশ যুক্তরাজ্যের পুরাতন বন্ধু। বন্ধুত্বের সম্পর্ককে আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে বলেও তারা উল্লেখ করেন।

স্পীকার এসময় দু’দেশের গণতান্ত্রিক উন্নয়নে সিপিএ ও কমনওয়েলথ এর সমন্বিত ভূমিকা জোরদারের উপর গুরুত্বারোপ করেন।

এসময় ব্রিটিশ মন্ত্রী দু’দেশের সম্পর্ক সম্প্রসারণের পাশাপাশি সহযোগিতা ও বন্ধুত্বের সম্পর্ক ভবিষ্যতে আরও বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতারও আশ্বাস প্রদান করেন।