শরীয়তপুর জেলা শহরেরর খুচরা মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত অমিত কর্মকার ওরফে ইয়াবা অমিতকে আটক করেছে পুলিশ। সোমবার পালং মডেল থানা পুলিশের একটি দল রাজগঞ্জ ব্রীজ সংলগ্ন স‘মিল এলাকা থেকে ইয়াবা সহ তাকে গ্রেফতার করে।
পালং মডেল থানা সূত্রে জানা যায়, শরীয়তপুর সদর উপজেলার পালং এলাকার বাসিন্দা রতন কর্মকারের ছেলে অমিত কর্মকার (২২) দীর্ঘদিন ধরে জেলা শহরে মাদক বিক্রি করে আসছিল। বিভিন্ন ধরণের মাদক, বিশেষ করে ইয়াবা ট্যাবলেট বিক্রির কারণে সে ইয়াবা অমিত হিসেবে পরিচিতি পায়। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার এসআই ওহিদুজ্জামান ও এসআই আমিরুল ইসলামের নেতৃত্বে পালং থানা পুলিশের একটি দল শরীয়তপুর পৌরসভার রাজগঞ্জ ব্রীজ সংলগ্ন জলিল মীরের স’মিলের গলি থেকে ১০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ১ হাজার ৩শত টাকা সহ অমিতকে আটক করে।
এ ঘটনায় পালং মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ইয়াবা অমিতের নামে থানায় ইতিপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।