শরীয়তপুর জেলা শহরেরর খুচরা মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত অমিত কর্মকার ওরফে ইয়াবা অমিতকে আটক করেছে পুলিশ। সোমবার পালং মডেল থানা পুলিশের একটি দল রাজগঞ্জ ব্রীজ সংলগ্ন স‘মিল এলাকা থেকে ইয়াবা সহ তাকে গ্রেফতার করে। পালং মডেল থানা সূত্রে জানা যায়, শরীয়তপুর সদর উপজেলার পালং এলাকার বাসিন্দা রতন কর্মকারের ছেলে অমিত কর্মকার (২২) দীর্ঘদিন ধরে জেলা […]