পুড়ে যায় মন

২৯ জানুয়ারী বড় পর্দায় পরীমনির ‘পুড়ে যায় মন’

২৯ জানুয়ারী মুক্তি পাচ্ছে পরীমনি ও সাইমন সাদিকের ‘পুড়ে যায় মন’ । সাইমন ও পরীমনি এই প্রথম বারের মত জুটি বাদলেন চলচিত্রে। এটা তাদের প্রথম সিনেমা । এই সিনেমার সুটিং শুরু হয়েছিলো গত বছর এপ্রিল এ । সিনেমাটি দেখেতে হলে অপেক্ষা করতে হবে ২৯ জানুয়ারী পর্যন্ত। সিনেমাটি পরিচালনা করেছেন অপূর্ব রানা এবং কাহিনীটি ও লিখেছেন […]


পরীমনি

পরীমনির ১২ মাসে ৬ ছবি

একজন অভিনয় শিল্পীর জন্য এটা অনেক বড় পাওয়া, ১২ মাসে ৬ ছবি মুক্তি । গত বছর ফেব্রুয়ারীতে তার প্রথম ছবি ‘ভালোবাসা সীমাহীন’ মুক্তি পায়। এই ছবিটি যে দর্শক খুব ভালো ভাবেই নিয়েছে তা বলা যায় । তিনি ভালো এবং গুনি অভিনয় শিল্পী হিসেবে আলোচনায় চলে আসেন । ১২ মাসে ৬ ছবি মুক্তি সম্পর্কে তিনি বলেন […]