২৯ জানুয়ারী বড় পর্দায় পরীমনির ‘পুড়ে যায় মন’
২৯ জানুয়ারী মুক্তি পাচ্ছে পরীমনি ও সাইমন সাদিকের ‘পুড়ে যায় মন’ । সাইমন ও পরীমনি এই প্রথম বারের মত জুটি বাদলেন চলচিত্রে। এটা তাদের প্রথম সিনেমা । এই সিনেমার সুটিং শুরু হয়েছিলো গত বছর এপ্রিল এ । সিনেমাটি দেখেতে হলে অপেক্ষা করতে হবে ২৯ জানুয়ারী পর্যন্ত।
সিনেমাটি পরিচালনা করেছেন অপূর্ব রানা এবং কাহিনীটি ও লিখেছেন তিনি। সিনেমাটি বিরহ প্রেমের কাহিনী নিয়ে সাজানো হয়েছে।
এই ছবিতে সাইমন ও পরীমনি ছাড়াও অভিনয় করেছেন আলীরাজ, মিজু আহমেদ, মুনিরা মিঠু, বড়দা মিঠু, দুলারী প্রমুখ।
‘পুড়ে যায় মন’ কাহিনী সংক্ষেপ
শৈসব কাল থাকেই একসঙ্গে হেসে-খেলে বড় হোন সাইমন ও পরীমনির। তাদের জন্মও একই এলাকায়। পরিমনী ও সাইমন এক সাথে চলতে চলেতে দুজনের ভিতরে তৈরি হয় এক অজানা সম্পর্ক। এই সম্পর্কটি কে তারা কি বলবে বুঝতে পারে না। এটা কী শুধুই বন্ধুত্ব নাকি প্রেম নাকি শুদু দুজুনের মোহো। দীর্ঘদিন কাছাকাছি থাকা সাইমন ও পরীমনিকে এক সময় পরিস্থিতির কারণে একে অন্যের থেকে আলাদা হতে হয়। তবে তারা দুজনের কেউই তাদের এই আলাদা হওয়াটা মেনে নিতে পারেন না। সাইমন পরীমনিকে ছাড়া একপ্রকার পাগল হয়ে যায়। সে তার বাবা আলীরাজকে বলে তাকে মেরে ফেলতে, কারণ পরীকে ছাড়া সে বাঁচতে চায় না। অন্যদিকে পরীমনির অবস্থা তো আরও দু:খজনক।
ছবি : সংগৃহীত
0 Comment