একজন অভিনয় শিল্পীর জন্য এটা অনেক বড় পাওয়া, ১২ মাসে ৬ ছবি মুক্তি । গত বছর ফেব্রুয়ারীতে তার প্রথম ছবি ‘ভালোবাসা সীমাহীন’ মুক্তি পায়। এই ছবিটি যে দর্শক খুব ভালো ভাবেই নিয়েছে তা বলা যায় । তিনি ভালো এবং গুনি অভিনয় শিল্পী হিসেবে আলোচনায় চলে আসেন ।

১২ মাসে ৬ ছবি মুক্তি সম্পর্কে তিনি বলেন , ‘দর্শকের আগ্রহ না থাকলে পরিচালক বা প্রযোজক আমাকে নিয়ে এক বছরে এতগুলো ছবি নির্মাণও করতেন না, মুক্তিও দিতেন না।’ পরীমনি খুব আশাবাদী , তিনি আরো বলেন , ‘ঢাকার চলচ্চিত্রে বিদায়ী বছরের সেরা তিনটি ছবির তালিকা তৈরি করা হলে এর মধ্যে আমার অভিনীত ছবির নাম অবশ্যই থাকবে।’




পরীমনির আশাবাদী হবার পিছনে কারন আছে, প্রথম ছবির মুক্তির পর তাকে আর বসে থাকতে হইনি । চুক্তিবোধ্য হন একের পর এক নতুন ছবিতে । ছবিগুলো হলো , ওয়াজেদ আলী সুমনের ‘পাগলা দিওয়ানা’, এস এ হক অলিকের ‘আরও ভালোবাসবো তোমায়’, ওমর ফারুকের ‘লাভার নম্বর ওয়ান’, রকিবুল আলম রকিবের ‘নগর মাস্তান’ ও রওশনারা নীপার ‘মহুয়া সুন্দরী’ ।

পরিমনী রোমাঞ্চিত হওয়ার অনুভূতির কথা জানিয়ে তিনি বলেন,সত্যিই আমি আনন্দিত যে, আমার চলচ্চিত্রে অভিষেকের বছরই এতগুলো ছবি মুক্তি পেয়েছে। এবং ছবিগুলো মোটামুটি আলোচনাও ছিল। আমার জন্য ২০১৫ সালটা সৌভাগ্যের বছর।’

পরীমনির যেসব ছবি মুক্তির অপেক্ষায়

অপুর্ব রানা পরিচালিত ‘পুড়ে যায় মন’ এবং মুশফিকুর রহমান গুলজার এর ‘মন জানে না মনের ঠিকানা’

পরীমনির যেসব ছবির শুটিং চলছে

কত স্বপ্ন কত আশা
কত স্বপ্ন কত আশা

ওয়াকিল আহমেদের ‘কত স্বপ্ন কত আশা’ , গিয়াস উদ্দীন সেলিমের ‘স্বপ্নজাল’ ও তারেক সিকদারের ‘দাগ’

ছবি : পরীমনি ফেইসবুক পেজ