পরীমনির প্রথম প্রেম : ছেলেটি রক্ত দিয়ে লিখে ছিল ‘আই লাভ ইউ’
ছবিতে হয়তো অনেকই পরীমনিকে প্রেমে পড়তে দেখেছেন কিন্তু তিনি যে বাস্তবে একবার প্রেমে পরেছিলেন তা হইতো আমরা অনকে জানি না । তাহলে বলি তার বাস্তব প্রেম কাহিনী । তিনি তখন নবম শ্রেণিতে পরতেন ।
স্কুল শেষে যখন পরীমনি পড়তে যেতেন এক স্যার এর কাছে , প্রায় সময় লক্ষ্য করতেন, একটি ছেলে দূর থেকে মোটরসাইকেলে বসে থাকত । তিনি প্রথম প্রথম বেপারটা পাত্তা দেননি । একদিন যখন তার বান্ধবী জুলিয়ার কাছে পরীমনি জানতে পারে ওই ছেলেটি তাকে পছন্দ করে । পরীমনি ভিতরে কেনো যেন ওই মোটরসাইকেলে বসে থাকা ছেলেটার জন্য একটু মায়া হয় । জুলিয়ার কাছে ছেলেটির নাম জানতে পারে । তার নাম অনিক।
ছেলেটি প্রায় প্রতদিন পাশের গ্রাম থেকে আসে এবং দূর থেকে লুকিয়ে লুকিয়ে পরীমনিকে দেখে । এভাবে চলতে থাকে বেশ কিছু দিন । একদিন জুলিয়া পরীমনিকে একটা সুন্দুর কার্ড দিয়ে বলে, ওই মোটরসাইকেলে বসে থাকা হিরো টা তোকে দিতে বলেছে ।
কার্ড খুলে তো পরীমনি অবাক । লাল রং এ লেখা ‘আই লাভ ইউ। প্রথম দেখাতে রং মনে হইছিল , পরে পর্যবেক্ষণ করে বুঝতে পারেন , এটা রং না , রক্ত। পরীর ভিতরের ভালো লাগার অনুভূতি টা অনকে বেড়ে যায় ।
সিদ্ধান্ত নেন তারা দেখা করবেন । পরীর গ্রামের পাশে একটা সেতু আছে , সেখানে দেখা করবেন । দেখা হয় দুজনের । ছেলেটি ছিল লাজুক প্রকৃতির । পরীর খুব জানতে ইচ্ছে করছিল রক্ত দিয়ে লিখার বেপারটা , এবং জানার ইচ্ছা নিয়ে জিজ্ঞাসা করলে , ছেলেটি হাত দুটি পেছনে লুকিয়ে মোটরসাইকেল নিয়ে দ্রুত চলে যায় ।
ওটাই ছিলো প্রথম এবং শেষ দেখা । ছেলেটার সাথে পরীমনি আর দেখা হইনি । আস্তে আস্তে পরীর মন থেকে অনিক মুছে যায় । পরীমনি স্কুল শেষ করে ঢাকায় এসে কলেজে ভর্তি হন । চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হয়ে পড়েন ।
Source : প্রথম আলো, Picture : পরীমিনীর Facebook পেজ
0 Comment