পুত্র আরিজকে নিয়ে প্রথমবারের মতো ক্যামেরার সামনে অনন্ত ও বর্ষা
প্রথমবারের মতো বাবার ব্যবসায়িক কর্মস্থল এজেআই গ্রুপ পরিদর্শনে গিয়েছে মাত্র সাড়ে তিন মাস বয়সী আরিজ। উপস্থিত হয়েই মুখোমুখি হতে হল ক্যামেরার। চোখ বন্ধ করে ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানিটা যেন থামিয়ে দিতে চাইছে। বাবার যোগ্য সন্তান বটে। সবকিছুতেই পারফেক্ট হওয়া চাই। ঢাকার চলচ্চিত্রের আলেচিত তারকা দম্পতি অনন্ত-বর্ষার একমাত্র পুত্র সন্তান আরিজ। গেল বছরের ২৩ নভেম্বর ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে প্রথম পৃথিবীর আলো দেখে সে।
গতকাল সংসারের নতুন অতিথি আরিজকে নিয়ে প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়ালেন অনন্ত ও বর্ষা।
0 Comment