রাজধানীর লালবাগে জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক রঙ ব্যবসায়ীর মাথায় হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আনুমানিক সকাল ১০টার দিকে লালবাগের চৌধুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঢামেক পুলিশ ক্যাম্পের কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক সেন্টু চন্দ্র দাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।