ঘূর্ণিঝড়ে ‘উড়ে গেছে’ ভানুয়াতুর রাজধানী
প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ে প্যাসিফিকের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলার ৯০ ভাগ ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে দাতব্য সংস্থা অক্সফাম।
রেডক্রস জানিয়েছে কোনো কোনো গ্রামের অবস্থা কিয়ামতসত- সম্পূর্ণটাই ধ্বংস হয়ে গেছে।
এখন পর্যন্ত আটজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তবে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছার পর নিহতের সংখ্যা ব্যাপকভাবে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আশ্রয়শিবিরের দ্বিতীয় রাত কাটিয়েছেন হাজার হাজার লোক।
অক্সফাম অস্ট্রেলিয়া বলছে, পুরো সম্প্রদায়ই ‘উড়ে গেছে’।
পাম নামের পঞ্চম ক্যাটাগরির ওই ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ২৭০ কিলোমিটার পর্যন্ত।
ভানুয়াতুর লোকসংখ্যা ২ লাখ ৬৭ হাজার। এরা ৬৫টি দ্বীপে বাস করেন। এর মধ্যে ৪৭,০০০ লোক বাস করেন রাজধানী পোর্ট ভিলায়।
0 Comment