২০১৫ ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। কিন্তু ৪র্থ ওভারে পল স্টারলিং এলবিডাব্লিউতে আউট হয়ে যান এহসান আদিলের বলে। পল ৩ রান নিয়ে সাজ ঘরে ফিরে যান।

বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় এডিলেডে ৪২তম ম্যাচে পুল ‘বি’ এর প্রথম পর্বের শেষ খেলায় মুখোমুখি পাকিস্তান ও আয়ারল্যান্ড।

আয়ারল্যান্ডের পক্ষে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে নেমেছিলেন পল স্টারলিং ও পোর্টারফিল্ড। ওয়ান ডাউনে খেলছিলেন জয়েস।

আয়ারল্যান্ডের সংগ্রহ ২০.২ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৫ রান। পোর্টারফিল্ডের বাক্তিগত রান ৬৮ বলে ৬১।