আজ রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন শুরু
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচন (২০১৫-১৬) রোববার সকাল ১০টায় শুরু হচ্ছে। সোমবার এ ভোট গ্রহণ শেষ হবে। মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট-সমর্থক আইনজীবীদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত প্যানেল (সাদা প্যানেল) থেকে নির্বাচনে সভাপতি পদে জ্যেষ্ঠ আইনজীবী মুহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন ও সম্পাদক পদে মোমতাজউদ্দিন আহমেদ মেহেদী প্রার্থী হয়েছেন।
অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত প্যানেল (নীল প্যানেল) থেকে নির্বাচনে প্রার্থী হয়েছেন সভাপতি পদে খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক পদে এএম মাহবুব উদ্দিন খোকন।
নির্বাচনে ১৪টি পদে দুই প্যানেল ও স্বতন্ত্রভাবে মোট ৩১ জন অংশ নিচ্ছেন। স্বতন্ত্রভাবে সভাপতি পদে প্রার্থী হয়েছেন মো. ইউনূস আলী আকন্দ ও মো. ওবায়দুল হক।
নির্বাচন উপলক্ষে অ্যাডভোকেট মো. হারুনর রশীদকে আহ্বায়ক করে সাত সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনে এবার ভোটার চার হাজার ৩৬২ জন বলে সমকালকে জানিয়েছেন সমিতির তত্ত্বাবধায়ক নিমেশ চন্দ্র দাস।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নেতাদের মধ্যে বিভিন্ন মত পার্থক্য থাকায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে ২০১০ সাল থেকে আওয়ামী লীগ সমর্থিত পূর্ণ প্যানেল বিজয়ী হতে পারেনি।
এ বছর নির্বাচনের আগে জ্যেষ্ঠ আইনজীবী নেতাদের নিয়ে প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর বাসায় কয়েক দফায় বৈঠক হয়েছে।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা): এ প্যানেল থেকে সভাপতি ও সম্পাদকসহ অন্য পদগুলোতে রয়েছেন- সহসভাপতি পদে দুইজন আবুল খায়ের ও মো. তাহেরুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে আমির হোসেন, সহ-সম্পাদক পদে দুই জন দেলওয়ার মোস্তফা চৌধুরী ও সুজা আল ফারুক। সদস্য প্রার্থী সাতজন হলেন- একেএম দাউদুর রহমান মিনা, অমিত দাশ গুপ্ত, খান মুহম্মদ শামিম আজিজ, মহিউদ্দিন শামীম, মো. আব্দুল আজিজ মিয়া, হাবিবুর রহমান হাবিব ও সাবিহা ইয়াসমীন।
জাতীয়তাবাদী ঐক্য প্যানেল (নীল): এ প্যানেল থেকে সভাপতি ও সম্পাদকসহ অন্যান্য পদগুলোতে রয়েছেন- সহসভাপতি পদে দু’জন এএসএম মোক্তার কবির খান ও আবদুল জব্বার ভুইয়া, কোষাধ্যক্ষ পদে শওকত আরা বেগম দুলারী, সহ-সম্পাদক পদে দুইজন মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্বল ও ইউসুফ আলী। সদস্যপ্রার্থী সাতজন হলেন- মির্জা আল-মাহমুদ, আনোয়ারুল ইসলাম শাহীন, ফায়জুর রহিম, জসিম সরকার, নাসিরউদ্দিন খান সম্রাট, রেজাউল করিম ও শামীমা সুলতানা দিপ্তী।
0 Comment