রংপুরে ভারতীয় ভিসা কেন্দ্র
শনিবার দুপুরে রংপুর সিটি প্রেসক্লাবের আয়োজনে বাংলাদেশ-ভারত মৈত্রী সোসাইটির মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
নিনাদ বলেন, বন্ধুপ্রতীম বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারত সবসময় অগ্রাধিকার দেয়। ভারত চায় দু দেশের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন অটুট থাকুক।
এ সময় অমীমাংসিত সমস্যাগুলো সমাধানের বিষয়ে দুদেশের সরকারের মধ্যে আলাপ আলোচনা চলছে বলেও জানান তিনি।
প্রেসক্লাবের সভাপতি শরীফুজ্জামান বুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ-ভারত মৈত্রী সোসাইটির মহাসচিব সুবির কুশারী, সদস্য হাবিবুল হক ফুলু সরকার, শাহীন সুলতানা ও সিটি প্রেসক্লাব সম্পাদক শাকিল আহমেদ বক্তব্য দেন।
0 Comment