চার দিন আগে স্কুল থেকে ফেরার পথে ওই শিশু অপহৃত হওয়ার পর পরিবারকে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

নিহত আবু সাঈদ (৯) নগরীর শাহ মীর সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র । সে দর্জিবন্দ বসুন্ধরা এলাকার বাসিন্দা মতিন মিয়ার ছেলে।

এ ঘটনায় কনস্টেবল এবাদুর ছাড়াও সিলেট জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাকিব ও পুলিশের  সোর্স গেদা মিয়াকে আটক করা হয়েছে বলে ওসি আসাদুজ্জামান জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে স্কুল থেকে বাসায় ফেরার পথে সাঈদ অপহৃত হয়।

“এরপর থেকে অপহরণকারীরা তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করছিল।

“পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তিনজনকে আটক করলে জিজ্ঞাসাবাদে তারা সাঈদকে অপহরণ ও খুনের কথা স্বীকার করে। পরে তাদের তথ্যের ভিত্তিতে কনস্টেবল এবাদুরের বাসা থেকে সাঈদের লাশ উদ্ধার করা হয়।”