আজ ২৩শে জানুয়ারী ২০১৭ (সোমবার), কম্ফিট কম্পজিট নীট লিমিটেডে পরিদর্শন করতে আসছে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত মিস লিওনি মার্গারেটা কুলেনারে। এজন্য কম্ফিট কম্পজিট নীট লিমিটেড সেজেছে এক নতুন সাঁজে।

DSCN2022-min  DSCN2023-min

“কম্ফিট কম্পজিট নীট লিমিটেড” নেদারল্যান্ডের রাষ্ট্রদূতের আসার প্রস্তুতি নিয়েছিল এভাবেই।

সামাজিক উন্নয়ন ও নারী ক্ষমতায়নের অংশীদার পর্যবেক্ষণের জন্য নেদারল্যান্ডের রাষ্ট্রদূত মিস লিওনি মার্গারেটা কুলেনারে এক্স তার দল দেশের অন্যতম সুপ্রতিষ্ঠিত গার্মেন্টস কারখানা কম্ফিট কম্পজিট নীট লিমিটেড পরিদর্শন করেন যা গোঁড়াই, মির্জাপুর টাঙ্গাইল-এ অবস্থিত। পরিদর্শনের সময় কারখানার ব্যাবস্থাপনা পরিচালক জনাব ফিরোজ আলম, পরিচালক জনাব আনিস সালাউদ্দিন আহম্মদ, পরিচালক জনাব আকবর হায়দার মুন্না, সি ও ও জনাব কাউসার আলী, জনাব মোহাম্মাদ ফারুক হোসেন ডি জি এম, জনাব মোঃ রেজবানুল হক (সিনিয়ার ম্যানাজার এডমিন), এবং জনাব মোঃ বশির আহামদ (সিনিয়ার ম্যানাজার). উল্লেখ্য যে, মির্জাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব ইসরাত জাহানও উপস্থিত ছিলেন।

DSCN2045-min

মিস লিওনি মার্গারেটা কুলেনারকে স্বাগত জানাছেন পরিচালক জনাব আনিস সালাউদ্দিন আহম্মদ ও জনাব আকবর হায়দার মুন্না।

 

নেদারল্যান্ড ভিত্তিক উন্নয়ন সংস্থা “এস এন ভি” ও কম্ফিট কর্তৃক যৌথভাবে পরিচালিত (SRHP) প্রকল্পের বিভিন্ন কার্যক্রমগুলো নিয়ে তিনি ও তার দল সন্তুষ্টি প্রকাশ করেন।

DSCN2058-min

“এস এন ভি” ও কম্ফিট কর্তৃক যৌথভাবে পরিচালিত (SRHP) প্রকল্পের আলোচনার এক মুহূর্ত।

কম্ফিট কম্পজিট নীট লিমিটেড একটি অত্যন্ত আধুনিক ও স্বয়ংক্রিয় মেশিনারি দ্বারা পরিচালিত কারখানা। কারখানাটি ১০০% কমপ্লায়েন্স মেনে, স্বাস্থ্য সম্মত কর্মপরিবেশ ও যাবতীয় নিরাপত্তা নিশ্চিত করে পরিচালিত হয়। কারখানাটিতে বিশ্বর নামী- দামী ব্রান্ডের যাবতীয় নিয়ম মেনে কাজ হয়ে থাকে। বৈশ্বিক ব্রান্ডগুলো যেমন; এইচ এন্ড এম, সি এন্ড এ, এঞ্জেলবার্ট এবং স্পোর্টস মাস্টার ইত্যাদি।

কম্ফিট কম্পজিট নীট লিমিটেড একটি আধুনিক শিল্প প্রতিষ্ঠান । এই কারখানাতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে তাদের উৎপাদন প্রক্রিয়া যেমন; নিটিং, ডাইং, প্রিন্টিং, অল ওভার প্রিন্ট , কাটিং ও সুইংয়ের মাধ্যমে শতভাগ কোয়ালিটি সম্পন্ন পোশাক তৈরি করে থাকে।

DSCN2169-min DSCN2368-min

পরিদর্শনের একপর্যায় রাষ্ট্রদূত মিস লিওনি মার্গারেটা কুলেনার ও তার দল।

 

কম্ফিট কম্পজিট নীট লিমিটেড বাংলাদেশ টেক্সটাইল জগতের মধ্যে একটি অন্যতম পরিবেশ বান্ধব কারখানা।

অতি সম্প্রতি কম্ফিট কম্পজিট নীট লিমিটেড একটি নতুন পরিবেশ বান্ধব তৈরি করে, যা US গ্রীন বিল্ডিং কাউন্সিল (USGBC) কর্তৃক গ্রীন লীড গোল্ড সার্টিফাইড (Green LEED Gold Certified) কারখানা হিসেবে মর্যাদা লাভ করে। কারখানাটি সম্পূর্ণ পরিবেশ ও শ্রমিক বান্ধব। কারখানার যাবতীয় উৎপাদন প্রক্রিয়া পরিবেশ প্রতি বিশেষ নজর দিয়ে সম্পাদন করা হয় এবং পরিকল্পিত সবুজায়নের অংশ হিসেবে সম্পূর্ণ কারখানার প্রায় ৫০ শতাংশের অধিক খোলা জায়গায় রাখা হয়েছে।

DSCN2226-min             DSCN2341-min

মিস লিওনি কথোপকথন করছেন কম্ফিট স্যাটেলাইট ক্লিনিকের অভ্যন্তরে।                        আনন্ধঘন মুহূর্ত কাটিয়েছেন চাইল্ড কেয়ারের বাচ্চাদের সাথেও।

DSCN2407-min

উষ্ণ সংবর্ধনা ও আথিতিয়তায় মুগ্ধ রাষ্ট্রদূত। তাকে বিদায় জানাছেন কম্ফিট কম্পজিট নীট লিমিটেড ব্যাবস্থাপনা পরিচালক জনাব ফিরোজ আলম, পরিচালক জনাব আনিস সালাউদ্দিন আহম্মদ, পরিচালক জনাব আকবর হায়দার মুন্না, সি ও ও জনাব কাউসার আলী, ও জনাব মোহাম্মাদ ফারুক হোসেন ডি জি এম।