১৫ মে গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশনে নির্বাচন
নির্বাচন কমিশন (ইসি) আজ গাজীপুর ও খুলনা সিটি কর্পেোরেশন নির্বাচনের তফসিল ঘোষনা করেছে। নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী আগামী ১৫ মে এই দু’টি সিটি কর্পেোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে কমিশনের বিশেষ সভা শেষে এই ঘোষনা দেয়া হয়। তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১২ এপ্রিল, যাচাই বাছাই ১৫ ও ১৬ এপ্রিল, প্রত্যাহার ২৩ এপ্রিল এবং ভোটগ্রহণ ১৫ মে। ২০১৩ সালের ৬ জুলাই গাজীপুর সিটি করপোরেশনে ও ২০১৩ সালের ১৫ জুন খুলনা সিটিতে ভোট হলেও সিটি কর্পোরেশনের প্রথম সভা সেপ্টেম্বরে হয়েছিল। সে হিসাবে মার্চ থেকেই ভোটের দিনক্ষণ শুরু হয়েছে। এ দুই সিটির ভোটের মেয়াদ শেষ হবে ২০১৮ সালের ৮ সেপ্টেম্বরের মধ্যে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনানুযায়ী মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিন আগের সময়ে ভোটের বাধ্যবাধকতা রয়েছে।
0 Comment