২১শে নভেম্বর, ২০১৬। প্রতিবছরের ন্যায় কমফিট কম্পজিট নীট লিঃ কর্তৃক এবারও আয়োজন করা হয়েছিলো “কমফিট ফুটবল টুর্নামেন্ট ২০১৬”।  ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে শুরু হয়েছিলো এই টুর্নামেন্ট। টুর্নামেন্টটি উদ্ভদন করেন বিশিষ্ট ক্রীড়া প্রেমিক ও  কমফিট কম্পজিট নীট লিঃ এর পরিচালক জনাব আকবর হায়দার মুন্না। শ্রমিকদের মাঝ থেকে ভালো খেলোয়াড় বের করে নিয়ে আশাই ছিল তার মুখ্য উদ্দেশ্য।

               DSCN0085     DSCN0104

উদ্ভদনি অনুষ্ঠানের কিছু ছবি।

টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশ নেয় এগুলো ছিল, প্রশাশন/ মার্কেটিং , স্টোর , ডাইং এন্ড ফিনিশিং , মান্টেন্যান্স , নিটিং , প্রিন্টিং , অল অভার প্রিন্ট (এ ও পি) , আর কিউ এস/ কিউ এ , স্যাম্পল এন্ড ক্যাড , গোল্ড বিল্ডিং (লেভেল – ৩) ,  গোল্ড বিল্ডিং (লেভেল – ৪) , গোল্ড বিল্ডিং (লেভেল – ৫) ,  গোল্ড বিল্ডিং (লেভেল – ৬) , গ্রীন লিফ বিল্ডিং (প্রোডাকশন ) , এবং  গ্রীন লিফ বিল্ডিং (ল্যানজারী )। সম্পূর্ণ টুর্নামেন্টটি নক – আউট পদ্দতিতে পরিচালিত হয়।

সুষ্ঠুভাবে খেলা পরিচালনার জন্য একটি “স্পোর্টস পরিচালনা কমিটিও” গঠন করা হয়েছিলো। যার প্রধান ছিলেন আই আর এন্ড কমপ্লায়েন্স বিভাগের প্রধান মোঃ ফারুক হুসাইন (আহ্বায়ক), মোঃ বশির আহামদ (যুগ্ন -আহ্বায়ক), মোঃ রেজবানুল হক (যুগ্ন -আহ্বায়ক), এবং মোঃ সাদাত হসেন (যুগ্ন -আহ্বায়ক)। ব্যানার, ফেস্টুন, প্লে-  কার্ডে ভরপুর ছিল পুরো কমফিট মাঠ। অগনিত দর্শকের উপস্তিথি ও ফুটবল উম্মাদনায় কমফিট পরিবার ভেসেছিল সেই দিন। আশেপাশের ফাক্টরির শ্রমিকরাও এর বাহিরে ছিল না।

DSCN0266     DSCN0269

দর্শকের উপস্তিথি ও ফুটবল উম্মাদনায় “কমফিট পরিবার”

 

গতকাল, ৩রা ডিসেম্বর ২০১৬ অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল খেলা। খেলায় মুখমুখি হয়েছিলো  “গ্রীন লিফ বিল্ডিং (প্রোডাকশন )” এর সাথে “অল অভার প্রিন্ট (এ ও পি)”।

DSCN0247     DSCN0250

অল অভার প্রিন্ট (এ ও পি)                                                 গ্রীন লিফ বিল্ডিং (প্রোডাকশন )

 

অবশেষে, বিজয়ের মুকুট ছিনিয়ে নিল “গ্রীন লিফ বিল্ডিং (প্রোডাকশন )”। এই বিজয়ের মাসে জয়ের কাপ অর্থাৎ চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করলেন কমফিট কম্পজিট নীট লিঃ এর পরিচালক জনাব আকবর হায়দার মুন্না এবং জনাব ইঞ্জিনিয়ার কাউসার আলী (সি ই ও )। এছাড়াও তৃতীয় স্থান অধিকারী “নিটিং” , চতুর্থ স্থান অধিকারী “কাটিং”  এবং “ফেয়ার প্লে” স্থান  অধিকারী “প্রিন্টিং” কে পুরুস্কার বিতরণ করেন “স্পোর্টস পরিচালনা কমিটির” প্রধান মোঃ ফারুক হুসাইন।

 

DSCN0353 DSCN0354 DSCN0341

চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করছেন জনাব আকবর হায়দার মুন্না এবং জনাব ইঞ্জিনিয়ার কাউসার আলী।

 

এছাড়াও, ব্যাক্তিগত পুরুস্কারের মধ্যে ছিল; ম্যান অফ দ্যা ম্যাচ (ফাইনাল), বেস্ট গোল কিপার, বেস্ট ডিফেন্ডার, বেস্ট স্ট্রাইকার, টপ স্করার, এম ভি পি, বেস্ট মিডফিল্ডার, বেস্ট গোল। উল্লেখ্য যে, ম্যান অফ দ্যা ম্যাচ (ফাইনাল) হয়েছেন মিঃ আনোয়ার তিনি “গ্রীন লিফ বিল্ডিং (প্রোডাকশন )” এর হয়ে খেলেছেন। এবং এম ভি পি হয়েছেন মিঃ নাজমুল হক তিনি খেলেছিলেন “অল অভার প্রিন্ট (এ ও পি)” এর হয়ে।

DSCN0316          DSCN0313

মোঃ আনোয়ার, ম্যান অফ দ্যা ম্যাচ (ফাইনাল)                           মোঃ নাজমুল হক (এম ভি পি)

 

অতান্ত আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে “কমফিট ফুটবল টুর্নামেন্ট ২০১৬” এর সফল পরিসমাপ্তি ঘোষণা করেন  কমফিট কম্পজিট নীট লিঃ এর পরিচালক জনাব আকবর হায়দার মুন্না।