বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব) আ স ম হান্নান শাহর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন ডাকসুর সাবেক ভিপি,বি.এন.পি চেয়ারপার্সন এর উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ্‌ আমান

আমান উল্লাহ্‌ আমান বলেন, একজন জাতীয় রাজনীতিবীদ হিসেবে মরহুম আ স ম হানান শাহ এলাকাসহ দেশবাসির নিকট শ্রদ্ধাভাজন ও সুপরিচিত ছিলেন। গণতান্ত্রিক রাজনীতিতে মৃত্যুুর আগ পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারন করে আজীবন কাজ করে গেছেন তার মৃত্যুতে দেশ ও দলের অপূরণীয় ক্ষতি হল।

তিনি বলেন গনতন্ত্রের জন্য আজিবন সংগ্রাম করে গেছেন আ.স.ম হান্নান শাহ,বিশেষ করে ১/১১ তার ভুমিকা স্বরনীয় হয়ে থাকবে। শোক বার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

উল্লেখ্যঃ সিঙ্গাপুরে র‌্যাফেলস হার্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভোরে হান্নান শাহ মারা যান। তার ব্যক্তিগত সহকারী মো. ইউনুস বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে অসুস্থ হান্নান শাহকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর সুপারিশ করেন চিকিৎসকরা। চিকিৎসকদের পরামর্শে গত ১১ সেপ্টেম্বর রাত ১২টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে হান্নান শাহকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।