জামিনে মুক্তি পেয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আনিসুর রহমান তালুকদার খোকন
ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন জামিনে মুক্তি পেয়েছেন। ঢাকার কেন্দ্রীয় কারগার থেকে রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে জামিনে মুক্তি পান তিনি। তিন মাস নিখোঁজ থাকার পর গত বছর ১৫ জুন আনিসুর রহমান তালুকদার খোকনসহ তিনজনকে ফরিদপুর থেকে আটক দেখানো হয়। ওইদিন দুপুরে তাদের আটকের পর ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করে র্যাব। গত বছর ৯ মার্চ রাজধানীর শুক্রাবাদ এলাকা থেকে গোয়েন্দা পুলিশ খোকনকে গ্রেফতারের পর স্বীকার না করায় উদ্বেগ প্রকাশ করে তাকে আদালতে হাজির করার দাবি জানিয়ে বিবৃতি দেন বিএনপির নেতৃবৃন্দ।
0 Comment