বাংলাদেশী নোবেল প্রাইজ বিজীয় ড. মুহাম্মদ ইউনুছ বার্সেলোনার ন্যু ক্যাম্প পরিদর্শন করেছেন। গতকাল বার্সোলোনা ক্লাবের আমন্ত্রনে  ক্লাবটি পরিদর্শন করেন তিনি। সেখানে গিয়ে তিনি তাঁর নাম লেখা একটি বিশেষ জার্সিও পড়েনে। তিনি জানিয়েছেন বার্সেলোনা থেকে হাজার হাজার কিলোমিটার দুরের বাংলাদেশের মানুষ এই ক্লাবটিকে কত আপন করে নিয়েছেন।

প্রফেসর ইউনুছ

ইউনূস স্বীকার করেছেন, বার্সার বেশির ভাগ খেলোয়াড়ের নাম তিনি জানেন না। তবে এই ক্লাবটিকে ঘিরে বাংলাদেশের মানুষের আবেগের কথা, মেসি-নেইমারদের প্রতি ভালোবাসার কথা ঠিকই জানেন। পথেঘাটে, চায়ের আড্ডা থেকে প্রায়ই তাঁর কানে ভেসে আসে বার্সাকে নিয়ে মানুষের আড্ডা। কে গোল করল, কে করেনি।

২০০৬ সালে শান্তিতে নোবেল জেতা ড. ইউনুছকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বার্সার সহসভাপতি জর্ডি কার্দোনার। ক্লাব পরিচালক ডি ডাক লি এবং এফসি বার্সেলোনা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক র‍্যামন গারিগা। তাঁরা  ইউনূসকে অভিনন্দন জানান তাঁর অবদানের জন্য। কার্দোনার বলেছেন, “অধ্যাপক  ইউনূসের মতো একজন মানুষকে পেয়ে আমরা সম্মানিত বোধ করছি, ​যিনি মানবতা ও সমাজের প্রয়োজনে এত কিছু করেছেন। আমাদের মতো ক্লাবের ব্যাপারে তিনি যে আগ্রহ দেখিয়েছেন, এটা আমাদের জন্য গর্বের। একজন নোবেলজয়ী আমাদের ক্লাবের দর্শন ‘ক্লাবের চেয়ে বড় কিছু’কে তুলে ধরছেন, এটাও অনেক বড় ব্যাপার।

উল্লেখ্য যে, ড. ইউনুছ বর্তমানে সামাজিক ব্যবসার ধারণা দিতে বর্তমানে বার্সেলোনায় অবস্থান করছেন।

বার্সেলোনা ফুটবল দলের ওয়েব সাইটে ড. ইউনুছের ভিডিও ও ছবি প্রকাশিত হয়েছে।