এই সময়ের ঢাকার চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত সমালোচিত নায়িকা পরীমনি। চলচিত্রে আগমনের সময় থেকেই তিনি বেশ আলোচিত। কোন  ছবি মুক্তির আগেই একসঙ্গে অনেক ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার রেকর্ডও করেছেন তিনি। একের পর এক গুঞ্জন আর গসিপ যেন তার পিছু ছাড়ছে না। আর তারকা হলে তো গুঞ্জন থাকবেই। এবার তার গুঞ্জনের ঢালিতে যুক্ত হলো নতুন এক পালক। আজ ৩১ জানুয়ারি সকালে অনিক আব্রাহাম নামে একটি ফেসবুক আইডি থেকে পরীমিনির বেশকিছু ছবি আপলোড করা হয়। যাতে অনিক জানিয়েছেন পরীমনি তার বন্ধু ইসমাইলের স্ত্রী।

পড়িমনি

তিনি ছবিগুলো ফেইসবুকে পোস্ট করে লিখেন, ‘আমার বন্ধু ইসমাইল আর তার বউ সৃতি মনি যে আজ বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরী মনি, এক সময় ভোলা সদর এই থাকতো তার জামাই বাড়িতে, তারপর তার নেশা গেলো অর্থ আর লোভ লালোশার দিকে, যার জন্য আমার সহজ সরল বন্ধুকে ত্যাগ করতে দ্বিধাবোধ করলো না, যাই হোক ছবি গুলো দেখে পুরনো দিনের কথা মনে পরে গেল তাই সবার সাথে একটু শেয়ার করলাম।’

নিউজটি ফেইসবুকের মাধ্যমে মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। তার কিছু সময় পড়ে নায়িকা পরীমনি তার ফেইসবুক ওয়ালে এ ব্যাপারে একটি স্টাটাস দেন,  যাতে তিনি লিখেছেন-

পরীমনি-1

“ভাবখানা এমন যে আমার সেক্স ভিডিও পেয়েছেন! ওরে ভাই এই রকম পিক আমার হাজার জনের সাথে আছে। তার মানে এই নয় যে সেই হাজারো জন আমার জামাই লাগে। আর কি এমন পিকচার খানা পাইছেন যেই খানা নিয়ে এত্ত লাফালাফি শুরু কইরা দিছেন? ছবিচায় কি আমি বউ সেজে বাসর ঘরে বসে আছি? না আমি ন্যাংটা হয়ে দাঁড়ায়ে আছি কোনটা???

এই রকম পিকচার তো আপনারা যারা আজ এই নিউজ করছেন আপনাদের সাথেও আছে। যেটা এই ছবির তুলনায় অনেক বেশী কাছাকাছি। তাহলে আপনারা সবগুলোই আমার জামাই…

যে বা যাহারা আমার ক্ষতি করবেন বলে এই সব করছেন তাদেরকে বলছি আমার ক্ষতি না বরং আপনাদের মুল্যবান সময় নষ্ট করছেন।”

ফেইসবুকে প্রকাশিত পরীমনির ছবি-১

পরী২

ফেইসবুকে প্রকাশিত পরীমনির ছবি-২

পরী৩

ফেইসবুকে প্রকাশিত পরীমনির ছবি-৩

12661812_1065659010163862_9033731004633421442_n12662463_1065659090163854_9116197877725513569_nপরী৪পরী মনি