বাংলাদেশ চলচ্চিত্রের সুপার স্টার শাকিব খান অসুস্থ
বাংলাদেশ চলচ্চিত্রের সুপার স্টার নায়ক এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শাকিব খান অসুস্থ। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ডা. সলিমুর রহমানের তত্ত্বাবধানে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং তবে নিজের কাজের স্বার্থে তিনি বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন কিন্তু তা আর রাখতে পারেননি।
জানা যায়, খাবারের অনিয়মের কারণেই হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। এরপর রাতেই ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। তবে শিগগিরিই তিনি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাবেন বলে জানিয়েছেন তার সহকর্মীরাই। এদিকে শাকিবের অসুস্থতার খবর শুনে পরিচালক-প্রযোজকরা শঙ্কায় দিন কাটাচ্ছেন।
উল্লেখ্য, চিকিৎসকের পরামর্শে তিনি এখন বিশ্রামে রয়েছেন। ফলে বাতিল হয়ে গেছে শাহিন সুমন পরিচালিত ‘লাভ ম্যারেজ’ ছবির ডাবিংসহ অন্যান্য আনুষঙ্গিক সব কাজ।
0 Comment