দীর্ঘ ৬ বছর পর জিম্বাবুয়ে ক্রিকেট দল পাকিস্তান সফর করছে। ২০০৯ সালে লাহোরে শ্রীলংকা দলের বাসে বন্দুকধারীদের হামলার পর কোনো আন্তর্জাতিক মানের দল পাকিস্তান গিয়ে ক্রিকেট খেলেনি। তবে এরই মধ্যে জিম্বাবুয়ে ক্রিকেট দল পাকিস্তানে পৌছেছে।

শুক্রবার থেকে জিম্বাবুয়ে ও পাকিস্তানের মধ্যকার সিরিজটি অনুষ্ঠিত হবে। তবে সিরিজটি পরিচালনার জন্য কোন আম্পায়ার পাঠাবে না আইসিসি। ফলে পাকিস্তানের স্থানীয় আম্পায়ার দিয়েই খেলাটি পরিচালনা করতে হবে।