ব্যাটিং ও বোলিং এ ভারসাম্য আনতে ওয়ানডে ক্রিকেটের ফিল্ডিংয়ে তিনটি পরিবর্তন আনার সুপারিশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্রিকেট কমিটি। মুম্বাইয়ে ক্রিকেট কমিটির দুই দিনের সভা শেষে সোমবার ব্যাটিং পাওয়ার প্লে বাদ দেয়ার সুপারিশ করা হয়।

ক্রিকেট কমিটি প্রথম ১০ ওভারে পাওয়ার প্লের সময় কাছে দুইজন বাধ্যতামূলক ক্লোজ ফিল্ডার বাদ দেয়ার সুপারিশ করেছে। এছাড়া শেষ ১০ ওভারে ত্রিশ গজের বাইরে সর্বোচ্চ পাঁচ জন ফিল্ডার রাখারও সুপারিশ করেছে মুম্বায় ক্রিকেট কমিটি।

আগামী ২২ থেকে ২৬ জুন আইসিসি বার্ষিক সাধারণ সভায় ক্রিকেট কমিটির সুপারিশগুলো বিবেচনা করবে আইসিসির প্রধান নির্বাহী কমিটি এবং আইসিসি বোর্ড।