আমাদের সকলেরই জানা আছে, পেঁয়াজ চুল পড়া কমাতে বা বন্ধ করতে এবং চুলের গোড়া শক্ত করতে বিশেষ ভূমিকা পালন করে। এই বিশেষ গুণটি ছাড়াও স্বাস্থ্য রক্ষার্থে এটি কিছু অসাধারণ ভূমিকা পালনেও সক্ষম হয়। জেনে নিন পেঁয়াজের বিশেষ পুষ্টিগুণসমূহ,

১। পেঁয়াজ বাতের ব্যথা নিরসনে, যৌনসক্ষমতা বাড়াতে এবং হৃদরোগের উপশমে সহায়তা করে।

২। এটি কীটপতঙ্গের কামড়ের ব্যথা দূর করতে সাহায্য করে।

৩। পেঁয়াজের রস একটু গরম পানিতে মিশিয়ে খেলে গলা ব্যথা সেরে যায়।

৪। এর রস শরীরের পুড়ে যাওয়া স্থানে লাগালে ব্যথা কমে যায় এবং ক্ষতস্থানও দূর হয়।

৫। ব্রণ সমস্যা সমাধানেও এটি বিশেষ ভূমিকা পালন করে।

৬। হেঁচকি, বমির মত সমস্যা সমাধানেও পেঁয়াজ অতুলনীয়।

৭। পেঁয়াজ শরির থেকে ইউরিক অ্যাসিড বের করতে সাহায্য করে।

 -ওয়েবসাইট