রেকর্ড করেছে যুক্তরাষ্ট্রের নারীরা
রবিবার কানাডার ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ফিফার নারী বিশ্বকাপ ফাইনাল খেলাটি। উত্তেজনাপূর্ণ খেলাটিতে ৫-২ গোলে জাপানকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়তে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্রের মেয়েরা। দলটির অধিনায়ক কার্লি লয়ডের হ্যাট্রিক গোলে জাপানি মেয়েদের শিরোপা জেতার স্বপ্ন দুমড়ে-মুচড়ে যায়। তিনি ১৭ মিনিটের মাথায় তার হ্যাটট্রিক গোলটি করতে সক্ষম হন।
তবে, বেস্ট প্লেয়ার অব দা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন ‘হওয়ার সুবাদে’ এবং গোল্ডেন বলের অধিকারী হয়েছেন ‘কার্লি লয়েড’। উল্লেখ্য, ১৯৯১ ও ১৯৯৯ সালের ফিফার নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল যুক্তরাষ্ট্র।
0 Comment