আজ সোমবার আফগানিস্তানের রাজধানী কাবুলে পার্লামেন্ট ভবনে প্রচণ্ড বিস্ফোরণ ঘটেছে। টেলিভিশন ফুটেজে দেখা যায়, বিস্ফোরণে ওই এলাকায় ধোঁয়ার কুণ্ডলী উড়ছে এবং সংসদ সদস্যরা দৌঁড়ে সরে যাচ্ছেন। তবে তাত্ক্ষণিকভাবে হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান জঙ্গিরা এই হামলার দায় স্বীকার করেছেন। আফগানিস্তানের প্রেসিডেন্টের মনোনীত প্রতিরক্ষামন্ত্রীকে পরিচিত করার দিনে এই হামলার ঘটনা ঘটে।

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টুইটারে এক পোস্টে জানান, বেশ কিছু তালেবান জঙ্গি পার্লামেন্ট ভবনে প্রবেশ করেছে। সেখানে সংঘর্ষ চলছে।

কড়া নিরাপত্তার মধ্যেও তালেবান জঙ্গিরা কীভাবে পার্লামেন্টে প্রবেশ করেছে তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

গত এপ্রিল থেকে দেশব্যাপী সরকার ও বিদেশিদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে তালেবান জঙ্গিরা।

সূত্র: এএফপি।