লন্ডনে দ্বিতীয়বারের মতো ইউকে-বাংলাদেশ ই-কমার্স মেলার আয়োজনে আইসিটি বিভাগের সঙ্গে কমপিউটার জগৎ একটি চুক্তি সই করেছে। ১১ থেকে ১২ সেপ্টেম্বর লন্ডনের দ্য অট্রিয়ামে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হবে এই মেলা।

আইসিটি ডিভিশন, বাংলাদেশ হাইটেক পার্ক অথোরিটি ও কমপিউটার জগৎ এর যৌথ আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হবে।

ই-কমার্স বিষয়ক সেমিনারের পাশাপাশি মেলায় আরও থাকবে বিটুবি, বিটুসি, জিটুবি বিষয়ক আলাদা সেশন। আয়োজকেদের ধারণা সরকারি-বেসরকারি পর্যায়ে ই-কমার্স বিশেষজ্ঞ, তথ্য-প্রযুক্তিবিদসহ প্রায় ৫০ হাজার দর্শনার্থী মেলায় আসতে পারে। আর মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।