সব জল্পনা-কল্পনা দূর করে গ্রুপ চ্যাম্পিয়ন ‘ব্রাজিল’
সোমবার ভোরে চিলির রাজধানী সান্তিয়াগোয় ব্রাজিল বনাম ভেনেজুয়েলার মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হয়। অবশেষে ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ‘ব্রাজিল’।
ভেনেজুয়েলাকে ২-১ গোলে হারিয়ে তারা আরও একবার তাদের নৈপুণ্য দেখাতে সক্ষম হয়েছে। তবে যে নেইমারকে নিয়ে মানুষের এত জল্পনা-কল্পনা সেই নেইমারকে ছাড়াই ব্রাজিল এখন কোপায় শেষ আটে অবস্থান করছে। বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে একটি করে গোল করেন চিয়াগো সিলভা ও রবের্তো ফিরমিনো এবং ভেনেজুয়েলার একমাত্র গোলটি করেন নিকোলাস ফেদোর।
এই জয়ের মধ্যে দিয়ে ‘সি’ গ্রুপের সেরা ব্রাজিলের পয়েন্ট দাঁড়িয়েছে ৬। রানার্সআপ পেরুর পয়েন্ট দাঁড়িয়েছে ৪।
0 Comment