মেরু ভালুকের খাদ্যাভ্যাসে পরিবর্তন
নরওয়ের একদল বিজ্ঞানী পর্যবেক্ষণ করেছেন, মেরু ভালুক বা পোলার বিয়ার ডলফিন খেতে শুরু করেছে। গত বছরের এপ্রিলে স্থানীয় প্রাণী বিশেষজ্ঞরা প্রথম এ ধরনের ঘটনা পর্যবেক্ষণ করেন। পরে এ রকম আরও পাঁচটি ঘটনা তারা চিহ্নিত করেন। তারা ধারণা করছেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণেই মেরু ভালুকের খাদ্যাভ্যাসে এ ধরনের পরিবর্তন এসেছে।
প্রাণীটি সামুদ্রিক প্রাণী খেয়ে জীবনধারণ করে। সুযোগ পেলে এরা অবশ্য ছোট তিমিও শিকার করে। পোলার রিসার্চ সাময়িকীতে এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। নরওয়েজিয়ান পোলার ইনস্টিটিউটের বিজ্ঞানী জন আর্স বলেন, জলবায়ু পরিবর্তনের কারণেই মেরু ভালুকের খাদ্যতালিকায় এ ধরনের নতুন প্রজাতি যুক্ত হচ্ছে।
এএফপি।
0 Comment