ইউরো ফুটবল বাছাই পর্বের খেলার ফলাফল
শুক্রবার রাতে ইউরো ফুটবল বাছাই পর্বে বেশ কয়েকটি খেলা অনুষ্ঠিত হয়েছিলো। এগুলোর মধ্যে জয় পেয়েছে হল্যান্ড, ওয়েলস ও তুরস্ক। তবে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছেন ক্রোয়েশিয়া ও ইতালি ।
ইতালি ও ক্রোয়েশিয়ার মধ্যেকার খেলায় ১২ মিনিটের মাথায় মারিও মানজুকিতের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। এরপর শুরু হয় খেলায় আক্রমণ ও প্রতি আক্রমণের। ৩৬ মিনিটের মাথায় পেনাল্টি পেয়ে যায় ইতালি এবং সমতা ফিরিয়ে আনেন অ্যান্টোনিও ক্যানড্রিভা। এরপর আর গোল না হওয়ায় এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয় ইতালিকে।
ওদিকে গ্যারেথ বেলের একমাত্র গোলে বেলজিয়ামকে হারিয়ে তিন পয়েন্ট পেয়েছে ওয়েলস। কার্ডিফ স্টেডিয়ামে ইউরো বাছাই পর্বের এ খেলায় গোল করে নিজের ৫০ তম আন্তর্জাতিক ম্যাচটি স্মরণীয় করে রাখলেন বেল।
রিগায় লাটভিয়াকে ২-০ গোলে হারিয়ে পূর্ণ পয়েন্ট পেয়েছে হল্যান্ড। তুরস্ক ১-০ গোলে হারিয়েছে কাজাখস্তানকে।
0 Comment