২০১৫ ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে লড়ছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। অকল্যান্ডের ইডেন পার্কে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ব্যাট করতে নেমে শুরুতেই দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারালেও ম্যাচের ৩৮ ওভার শেষে ৩ উইকেটে ২১৬ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। এখন ব্যাট করছেন ফাফ দু প্লেসি ও এবিডি ভিলিয়ার্স । ফাফ দু প্লেসি বাক্তিগত ৮২  রান ও এবি ডি ভিলিয়ার্স বাক্তিগত ৬০ রান নিয়ে ব্যাট করছেন।

আপাতত বৃষ্টির কারণে খেলা বন্ধ আছে।