বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক যক্ষ্মা দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা দিয়েছে ২০১৬ সাল থেকে ২০৩৫ সালের মধ্যে সারা বিশ্ব থেকে যক্ষ্মা রোগ নির্মূল করার।   বর্তমানে বাংলাদেশে প্রায় দুই লাখ যক্ষ্মা রোগী রয়েছে। এর বাইরে অ-শনাক্ত রয়েছে আরও অনেক।

ডা: আকরামুল ইসলাম বিবিসিকে জানান, যক্ষ্মা রোগ নির্মূলের জন্য নতুন চিকিৎসা পদ্ধতি অবলম্বন সহ সব ধরণের পরিকল্পনা নিচ্ছেন তারা। এজন্য আনা হয়েছে অত্যাধুনিক পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতিও।

ডা: ইসলাম আরও বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থাই যক্ষ্মার মূল কারণ। তবে এ অবস্থার উন্নতি হচ্ছে বলেও তিনি মনে করেন। তাদের বিশ্বাস ২০৩৫ সালের মধ্যে তারা যক্ষ্মা নির্মূল করতে পারবেন।