বিজয় নগরে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিক্ষোভ মিছিল
কেন্দ্রীয় ছাত্রদলের পূর্ব ঘোষিত সারাদেশব্যাপী বিক্ষোভ মিছিল কর্মসুচীর অংশ হিসেবে আজ মঙ্গল দুপুর ১২টায় বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহাম্মেদ, সাবেক ছাত্রদলের সাংগঠনকি সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন সহ নিখোজ ছাত্রদল নেতাদের সন্ধান ও গ্রেফতারকৃত সকল ছাত্র নেতৃবৃন্দের মুক্তির দাবীতে পুরানা পল্টনে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিক্ষোভ মিছিল বের করে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম সোহেলের নেতৃত্বে মিছিলটি বিজয় নগর পানির ট্যাংক থেকে শুরু করে পুরানা পল্টনে এসে শেষ হয়। এ সময় মিছিলে উপস্থিত ছিল কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমন, নাছির উদ্দিন শাওন, সাইদুর রহমান রয়েল, আনোয়ার জাহিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ওমর ফারুক, মামুন হোসেন, ফরাদ ভূঁইয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা রফিকুল ইসলাম রফিক, ইব্রাহিম ভূঁইয়া সাগর, আব্দুল আলিম, নূরে আলম, কেএম শাখাওয়াত হোসেন, মো: আলাউদ্দিন, জাকির হোসেন, আর এ গণি মোস্তফা, মো: সালাউদ্দিন, জোবায়ের হোসেন আক্কার, আহাম্মেদ শাহরিয়ার, ছাত্রনেত্রী রাহেলা হক রঞ্জু, ইব্রাহীম কবির মিঠুন, গাজীপুর ছাত্রদলের নেতা মো: নাইম, চাটখিল থানা ছাত্রদল নেতা হোসেন তানভীর প্রমুখ।
0 Comment