২০১৪ সালের নতুন প্রজন্মের সেরা অভিনয় শিল্পী হিসেবে ‘ঢাকা মডেল এজেন্সি অ্যাওয়ার্ড ২০১৪’  পেয়েছেন চিত্রনায়িকা আঁচল আঁখি। ঢাকাই চলচ্চিত্রের পা রেখেই দর্শকদের উপহার দিয়েছেন বিভিন্ন জনপ্রিয় সিনেমা। খুব কম সময়ই হয়ে উঠেছেন দর্শকপ্রিয়। এ ছাড়া নতুন প্রজন্মের চিত্রনায়ক হিসেবে পুরস্কার পেয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক।

গতকাল ২০মার্চ শুক্রবার রাজধানীর সেগুন বাগিচায় কেন্দ্রীয় কচি কাঁচার মেলা মিলনায়তনে ‘ঢাকা মডেল এজেন্সী অ্যাওয়ার্ড ২০১৪’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহান স্বাধীনতা আন্দোলনের ৪৪ বছর পূর্তি উপলক্ষে ‘স্বাধীনতার ৪৪ বছর পূর্তি উদযাপন প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের এই আয়োজন করে শুভেচ্ছা সাংস্কৃতিক ফোরাম।

উক্ত অনুষ্ঠানে বিনোদন জগতে গুণীজন সম্মাননা ও অ্যাওয়ার্ড পান এটিএম শামসুজ্জামান, কণ্ঠশিল্পী জানে আলম, চিত্রনায়ক শাহনূর, নৃত্যপরিচালক সোহেল, মডেল ও কোরিওগ্রাফার ফিটম খান, উপস্থাপক আনজাম মাসুদ সহ আরও অনেকে।

শুভেচ্ছা সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান অপূর্বের পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ আ ক ম মোজাম্মেল হক এম.পি।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান টিভি ও এশিয়ান রেডিওর চেয়ারম্যান আলহাজ হারুন উর রশিদ সিআইপি, অভিনেতা এটিএম শামসুজ্জামান। সভাপতিত্ব করেন শুভেচ্ছা সাংস্কৃতিক ফোরামের সভাপতি মঞ্জুশ্রী বিশ্বাস।