মার্টিন গাপটিল নান্দনিক ডাবল সেঞ্চুরি করে বিশ্বকাপে রেকর্ড করলেন আজ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে ২৩৭ রানে অপরাজিত থেকে তিনি এই রেকর্ড করেন। এরআগে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২১৫ রানের রেকর্ডটি ছিল গেইলের। গেইল জিম্বাবুয়ের বিপক্ষে করেছিলেন এ রেকর্ডটি। গাপটিল ২৪টি চার ও ১১ ছ্ক্কা মেরে ১৬৩ বলে ২৩৭ রানে অপরাজিত থাকেন। এটা ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় ঘটনা এবং বিশ্বকাপ আসরে এটি প্রথম।

এর আগে বিশ্বকাপে ডাবল সেঞ্চুরি করে বিশ্বব্যপি নাড়া ফেলেন ক্রিস গেইল, আর সেই গেইলের চোখের সামনে তারই সতীর্থদের বোলিংকে দুমড়ে মুচড়ে বিশ্বকাপের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক হয়েছেনমার্টিন গাপটিল।