জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে শরীয়তপুরের জাজিরায় ১ কাঠ ব্যবসায়ীকে হত্যা, ১ শ্রমিকলীগ নেতা আটক।
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের কারণে সোমবার রাতে এক কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এতে আরো দু’জন আহত হয়েছেন। আহত দু’জন হলেন আমির হোসেন বেপারী ও আনোয়ার হোসেন বেপারী। হত্যার অভিযোগে এক শ্রমিক লীগ নেতা সহ দু’জনকে আটক করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম খিদির বেপারী (৪৫)। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনায় জাজিরা থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। নিহতের চাচা দবির বেপারী জানান, জাজিরা উপজেলার কাজিরহাটের কাঠ ব্যবসায়ী খিদির বেপারী ও তার চাচাতো ভাই মোস্তফা বেপারীর মধ্যে জমিজমা নিয়ে অনেকদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। উভয় পক্ষের মধ্যে মামলাও চলছে। এরই জের ধরে খিদির বেপারী, আমির হোসেন বেপারী ও আনোয়ার হোসেন বেপারীর উপর পরিকল্পিতভাবে হামলা চালায় জাজিরা উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক নুর হোসেন কাজী, মোস্তফা বেপারী ও মোবারক মোল্লা সহ আরো কয়েকজন সন্ত্রাসী। পিঠিয়ে ও কুপিয়ে তাদেরকে রক্তাক্ত করে রেখে যায় তারা। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থা খারাপ দেখে ডাক্তারের সাজেশন অনুযায়ী দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়ার পথে খিদির বেপারী মারা যান। আহত দু’জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভতি করা হয়েছে। এই ঘটনায় নিহতের চাচা দবির বেপারী বাদী হয়ে নুর হেসেন কাজী সহ ৩৫ জনকে আসামী করে জাজিরা থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ নুর হোসেন কাজী সহ দু’জনকে আটক করে।
0 Comment