ফেব্রুয়ারিতে বড়ো পর্দায় আসছে অনন্য মামুনের পরিচালনায় আরেফিন শুভ ও তিশা অভিনীত সিনেমা ‘অস্তিত্ব’। সিনেমার একটি গান YouTube এ দেখনো হচ্ছে। বাংলা সিনেমায় এখনকার ব্যস্ততম নায়কদের একজন আরেফিন শুভ ‘অস্তিত্ব’ ছবিটি নিয়ে অনেক আশাবাদী । তিনি বলেন, “সিনেমাটি বেশ ইন্টারেস্টিং। এতে নায়ক, নায়িকা, খলনায়ক সবই আছে। তবে এরকম গল্পে যেরকম গতানুগতিক চরিত্র থাকে, এই সিনেমার […]