ফেব্রুয়ারীতে আসছে আরেফিন শুভ ও তিশার ‘অস্তিত্ব’
ফেব্রুয়ারিতে বড়ো পর্দায় আসছে অনন্য মামুনের পরিচালনায় আরেফিন শুভ ও তিশা অভিনীত সিনেমা ‘অস্তিত্ব’। সিনেমার একটি গান YouTube এ দেখনো হচ্ছে।
বাংলা সিনেমায় এখনকার ব্যস্ততম নায়কদের একজন আরেফিন শুভ ‘অস্তিত্ব’ ছবিটি নিয়ে অনেক আশাবাদী । তিনি বলেন, “সিনেমাটি বেশ ইন্টারেস্টিং। এতে নায়ক, নায়িকা, খলনায়ক সবই আছে। তবে এরকম গল্পে যেরকম গতানুগতিক চরিত্র থাকে, এই সিনেমার চরিত্রগুলো সেরকম নয়। সিনেমাটির গল্প এবং চরিত্র – এ দুটোই অন্যরকম।”
তিশা এর আগে ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ও ‘টেলিভিশন’ সিনেমায় অভনয় করেছেন । বাণিজ্যিক সিনেমা ‘মেন্টাল’ এ অভিনয় করেছেন শাকিব খানের বিপরীতে। তবে সেটি এখনও মুক্তি পায়নি।
‘অস্তিত্ব’ ছবিতে গান থাকছে মোট পাঁচটি। এর গল্প লিখেছেন কার্লোস সালেহ। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন কার্লোস সালেহ, অনন্য মামুন ও সোমেশ্বর অলি। ড্রিমবক্স লিমিটেডের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন কার্লোস সালেহ। বিশ্ব পরিবেশনায় রয়েছে অ্যাকশন কাট লিমিটেড।
ছবি : সংগৃহীত
0 Comment