আরব আমিরাতকে ১৪৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা
আরব আমিরাতকে ১৪৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ের ফলে গ্রুপ পর্বের ৬ ম্যাচ থেকে ৮ পয়েন্ট পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখল দক্ষিণ আফ্রিকা।
বৃহস্পতিবার নিউ জিল্যান্ডের ওয়েলিংটনে টস হেরে প্রথমে ব্যাট করে ডি ভিলিয়ার্সের ৯৯ রানের দুর্দান্ত এক ইনিংসের সুবাদে আমিরাতকে ৩৪২ রানের লক্ষ্য দেয় দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩৪১ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। জবাবে ৪৭ .৩ বল মোকাবেলা করে সব উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে আরব আমিরাত। দক্ষিন আফ্রিকার পক্ষে ফিল্যান্ডার, মর্কেল ও ডি-ভিলিয়ার্স ২টি করে উইকেট লাভ করেন। অপরদিকে স্মীত পাতিল ৫৭ রান করে অপরাজিত থাকেন আমিরাতের পক্ষে।
0 Comment