চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশির নির্দেশ
ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশির নির্দেশ দিয়েছে। গত রবিবার এই তল্লাশি জারি করেন মহানগর হাকিম এস এম মাসুদ জামান। এ অবস্থায় গত ২৫ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
ওই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৪ মার্চ। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, খালেদা জিয়াকে গ্রেফতারে আইনগত কোন বাধা নেই।
গত ১৬ ফেব্রুয়ারি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে শ্রমিক, মুক্তিযোদ্ধা, পেশাজীবী সমন্বয় পরিষদ খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করে। ওই সময় ককটেল বিস্ফোরণে ছয়জন আহত হন। এ ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে ১৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
গুলশান থানার এসআই ফিরোজ কবির, মামলার তদন্ত কর্মকর্তা কার্যালয় তল্লাশি করার জন্য আদালতের অনুমতি চান। পুলিশের আবেদনে বলা হয়, ওই কার্যালয়ে বিস্ফোরক দ্রব্য থাকতে পারে এবং পলাতক আসামিরাও থাকতে পারে।
ঢাকা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চুর দায়ের করা মামলাটিতে ১৪ জনকে আসামি করা হয়। এরা হলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান, সাভারের সাবেক এমপি দেওয়ান সালাহ উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ুন কবির খান, বাড্ডার সাবেক ওয়ার্ড কাউন্সিলর আবদুল কাইয়ুম, ফরিদগঞ্জ চাঁদপুরের মোস্তফা, মামুন এবং মানিক।
0 Comment