সৌন্দর্য্যের প্রাণকেন্দ্র “ধানমন্ডি লেক”
কাওরান বাজার হ্রদ/লেকের নাব্য জলপথ হিসেবে এটি পরিচিত। যা আংশিকভাবে সংযুক্ত ‘তুরাগ’ নদীর সাথে। ১৯৫৬ সালে ‘ধানমন্ডি’ আবাসিক এলাকা হিসেবে পরিচিতি লাভ করে। যার ১৬% জায়গা আখ্যাত করা হয় লেকের জন্য। ঢাকার প্রাণকেন্দ্র ধানমন্ডিতে এই লেকটি অবস্থিত। মানুষ দূর-দূরান্ত থেকে প্রিয়জনকে সঙ্গে নিয়ে ছুটে আসে আনন্দের সময়টুকু কাটাতে। অপরূপ এই লেকটির চারপাশে রয়েছে প্রচুর উদ্ভিদ, রয়েছে হাঁটার রাস্তা, রয়েছে বসার আসন লেকে বেড়াতে আসা দর্শনার্থীদের বিশ্রামের জন্য। লেকটির আশেপাশে রয়েছে দৃষ্টিনন্দন সব বাসস্থান। এর মধ্যে কিছু নির্মাণ করা হয়েছে লেকের একেবারে ধার ঘেঁষে। যারমধ্যে ‘জাহাজ বাড়ি’ স্থাপত্যটি বেশ উল্লেখযোগ্য। ১৯৯০ সালে এ.কে.এম আনোয়ারুল হক চৌধুরী বাড়িটি নির্মাণ করেন। লাল রঙের বাড়িটির অবয়ব ঠিক যেন জাহাজের মত।
এছাড়াও রয়েছে সাংস্কৃতিক কেন্দ্রস্থল ‘রবীন্দ্র সরোবর’। অর্ধ বৃত্তাকার নাট্যশালার অংশ বিশেষ হিসেবে এটি খুব পরিচিত। নাটক, কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ছুটির উৎসব অনুষ্ঠান উপলক্ষে বেশ পরিচিত কেন্দ্রস্থল এটি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান- এর বাসস্থান। ১৯৭৫ সালে দেশদ্রোহি কিছু নরপিশাচ তাঁকে স্বপরিবারে হত্যা করে। যার স্মৃতি চারণে জলে ভরে উঠে লেকের অবয়ব।
জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বাড়ির ছবি।
ধানমন্ডি লেক বিনোদনের এক জনপ্রিয় স্থান। বিভিন্ন অনুষ্ঠান যেমন; স্বাধীনতা দিবস, ঈদ , পহেলা বৈশাখ, ও নববর্ষ ইত্যাদি অনুষ্ঠানে দর্শকের ভিড়ে ধানমন্ডি লেক যেন এক অপরূপ রুপে সজ্জিত হয়। সব মিলিয়ে ধানমন্ডি লেক যেন আনন্দ- বেদনার এক অপরূপ সৌন্দর্য্যের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিতি পাচ্ছে।
0 Comment