বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধ ও ৭২ ঘণ্টা হরতালের সমর্থনে রাজধানীর পৃথক এলাকায় তিনটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  ১ মার্চ,রোববার সকাল ৯টার দিকে ফুলবাড়িয়া ও রায়েরবাগে এ অগ্নিসংযোগ করা হয়।

বাসে আগুন

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ৯টার দিকে ফুলবাড়িয়া টার্মিনালে পার্ক করে রাখা ঢাকা-দোহার ও ঢাকা মাওয়া রুটে চলাচলকারী দু’টি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে হরতাল-অবরোধ সমর্থকরা। তবে পুলিশ বা আইন-প্রয়োগকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পালিয়ে যায় তারা। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।

তার কিছুক্ষণ পর রায়েরবাগের পুনম সিনেমা হলের সামনে আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে, স্থানীয়রা বাসটির আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।