রিয়াজের ‘সুইটহার্ট’ মিম, নাকী মিমের ‘সুইটহার্ট’ রিয়াজ
সিনেমাটি না দেখে বলার উপায় নাই রিয়াজের ‘সুইটহার্ট’ মিম, নাকী মিমের ‘সুইটহার্ট’ রিয়াজ । কাহিনিসূত্র নাজানলেও ইতিমধ্যে ‘সুইটহার্ট’ সিনেমার একটি গান ‘কেনোরে তোর মাঝে’ ইউটিউবে মুক্তি দেওয়া হয়েছে । সিনেমাটি ত্রিভুজ প্রেমের কাহিনী |
মিমের মতো, বিশেষ করে তার স্লিম ফিগার , দুষ্ট চোখ, মিষ্টি হাসির এবং সাবলীল অভিনয় করার চলচিত্রের নাইকা খুব কমই আছে ঢকার সিনেমায়। এই মিমকে নিয়ে প্রথম বারের মতো বড় পর্দায় আসছেন রিয়াজ ।
দীর্ঘ সময় পর রিয়াজ আবারও আসছেন বড় পর্দায় জড় তুলতে । এক সময় রিয়াজ সিনেমার জগতে সম্রাট ছিলেন । সালমন শাহের গ্যাপটা রিয়াজ বেশ ভালো ভাবেই পূরণ করতে পেরেছিলেন। ‘পড়েনা চোখের পলক’ গানটি তার প্রমান।
রোমান্টিক গল্পের ছবিটিতে রিয়াজ-মিম ছাড়াও রয়েছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী।
‘সুইটহার্ট’ এর আরো কিছু তথ্য
‘কেনোরে তোর মাঝে’ শ্রুতিমধুর এই প্রেমের গানটিতে কণ্ঠ দিয়েছেন আহমেদ হুমায়ুন এবং রমা। গানটি লিখেছেন সুদিপ কুমার দিপন এবং সুর করেছেন আহমেদ হুমায়ূন। নিচে ভেদিও লিংক দেওয়া হলো ।
সিনেমাটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন, প্রযোজক এস রাজ, স্ক্রিপ্ট লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু এবং রফিকুজাম্মান। অভিনয় করেছেন চিত্রনায়িকা দিতি, শম্পা রেজা সহ আর অনেকে।
সিনেমাটি মুক্তি পাবে ১২ ফেব্রুয়ারী ভালবাসা দিবসের ২দিন আগে। দেখা যাক ‘সুইটহার্ট’ সিনেমাটি দর্শকদের কতটা ‘সুইটহার্ট’ হতে পারে।
0 Comment