দেপোর্তিভো লা করুনাকে হারিয়ে জিদানের দুর্দান্ত শুভ সূচনা
জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ক্যারিয়ারের সূচনা করলেন দেপোর্তিভো লা করুনাকে ৫-০ গোলে হারিয়ে । ২০১৬ টা শুরু হয়েছিল রিয়াল মার্দ্রিদের গত রোববার ভালেন্সিয়ার মাঠে ২-২ গোলে ড্র করে’ রোনালদোদের সাথে । এরপর রিয়াল রাফায়েল বেনিতেসকে সরিয়ে জিদানকে কোচের দায়িত্ব দেয় । কোচ হিসেবে জিদানের এটা প্রথম দুর্দান্ত জয়।
শনিবার রাতে ম্যাচের শুরুর ১১ মিনিটের সময় একটুর জন্য গোল খাওয়া থেকে বেচে যায় রিয়াল মাদ্রিদ । গোলরক্ষক কেইলর নাভাস ডি-বক্সের ভেতরে লুকাস পেরেসের শট কোনোমতে ঠেকিয়ে গোল খাওয়া থেকে রিয়ালকে বাচন।
১৫ মিনিটের সময় সার্জিও রামোসের শটে করিম বেনজেমার এক ব্যাকহিলে বল গোললাইন অতিক্রম করে এবং রিয়াল পায় প্রথম গোল ।
খেলার ২২ মিনিটে দানি কারভাহালের ক্রস থেকে দুর্দান্ত এক হেডে গোল করেন গ্যারেথ বেল । ২৫ ও ৩৯ গোল করার দুটি সুযোগ পান ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু সে সুযোগ তিনি কাজে লাগাতে পারেননি ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ডান দিক থেকে রোনালদোর নীচু ক্রসে বাঁ পায়ের নিখুঁত ফিনিশিংয়ে বল আবারও জালে জড়ান বেল এবং রিয়াল ৩-০ গোলে রিয়াল এগিয়ে থাকে ।
৬৩তম মিনিটে টনি ক্রুসের কর্নারে লাফিয়ে উঠে চমৎকার হেডে আর একটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন বেল। এই সময়ে লিগে সতীর্থদের দিয়ে নয়টি গোলও করান তিনি।
এই জয়ের মাদ্যমে বার্সেলোনার সঙ্গে ব্যবধান পয়েন্ট কমালো রিয়াল । ১৯ ম্যাচে জিদানের দলের পয়েন্ট ৪০।
এই জয়ে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমালো রিয়াল। ১৯ ম্যাচে জিদানের দলের পয়েন্ট ৪০। লুইস এনরিকের দল অবশ্য এক ম্যাচ কম খেলেছে।
0 Comment