প্রিয়াঙ্কা চোপড়া পেলেন পিপলস চয়েস অ্যাওয়ার্ড ২০১৬
আমেরিকার একটি টিভি সিরিজে অভিনয় করে প্রিয়াঙ্কা চোপড়া পেলেন পিপলস চয়েস অ্যাওয়ার্ড ‘প্রিয় অভিনেত্রীর পুরস্কার ২০১৬’ । সিরিজটির নাম ‘কোয়ান্টিকো’, এই সিরিজটি শুরু হয় গত বছর সেপ্টেম্বরে । প্রথম পর্বতেই বাজিমাত করেন প্রিয়াঙ্কা ।
প্রিয়াঙ্কার এবং দক্ষিণ এশিয়ার সকলের জন্য এই অ্যাওয়ার্ডটা অবশ্যই সম্মানজনক, কারন তিনি একমাত্র অভিনয় শিল্পী যে পিপলস চয়েস অ্যাওয়ার্ড পেলেন, দক্ষিণ এশিয়াতেই আর কোনো অভিনেত্রী এই পুরস্কার আগে জেতেননি।
এবারের পিপলস চয়েস অ্যাওয়ার্ড ছিলো ৪২তম ।এই আসরটি বসেছিল গত বুধবার লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে । প্রিয়াঙ্কার প্রতিদন্দী ছিলেন জেমি লি কার্টিস, মার্সিয়া গে হার্ডেন, লিয়া মিশেল ও এমা রবার্টস। এরা সবাই মনোনয়ন পেয়েছিলেন ‘প্রিয় অভিনেত্রীর পুরস্কার’ এর জন্য কিন্তু প্রিয়াঙ্কা শুধু একাই পেলেন ‘প্রিয় অভিনেত্রীর পুরস্কার’ ।
কোয়ান্টিকো’ তে প্রিয়াঙ্কা অভিনয় করছেন এফবিআই এজেন্টের ভূমিকায় । এখন চলছে এই এই সিরিজের ১১তম পর্ব । উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা টুইট করেছেন, ‘কী সৌভাগ্য আমার! আমাকে যাঁরা ভোট দিয়েছেন, প্রত্যেককে ধন্যবাদ। আপনারা ছাড়া আমি কিছুই নই। অনেক অনেক ভালোবাসা।’
0 Comment